Terms and Condition for Cloud Hosting

Last Updated January 1, 2025

Terms for Purchase Hosting

১) ১ টি হোস্টিং এ ১ টি website রাখতে হবে ।

২) হোস্টিং পেমেন্ট রিফান্ড  হবেনা ।

৩) সার্ভার সচারচর সমস্যা দেখা দেয়না , তবে যেহেতু  এইগুলো টেকনিক্যাল বিষয়, তাই যদি কখনো সমস্যা হয় তখন উত্তেজিত না হয়ে আপনার Key Account Manager  অথবা Support Executive স্যার কে অবগত করুন এবং কিছু ক্ষেত্রে সলিউশন হতে কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। 

৪) ক্লাউডে C-Pnale হয়না , তাই কোনো ধরণের হোস্টিং এক্সেস দেওয়া  হবেনা। 

৫)  হোস্টিং কেনার আগে ডোমেইন নেম সিলেক্ট করে নিন , বার বার ডোমেইন  নেম পরিবর্তন করা যাবেনা, সে ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে। 

৬)  Hosting Package যেইটা সিলেক্ট করবেন তার থেকে বেশি যদি Monthly Order আসে তাহলে অবশ্যই অফিসে জানিয়ে Package Update করে নিতে হবে , তা না হলে আপনার হোস্টিং সাময়িক সময় সাপোর্ট দেওয়ার পর অটো বন্ধ হয়ে যাবে।  

৭) হোস্টিং রিনিউ এর সময় প্রাইজ সিথিল অথবা কম/ বেশি হতে পারে। 

৮) যেহেতু এটির C-Panel হয় না তাই এখান থেকে কোনো প্রকার Business Mail Create করা বা প্রোভাইড করা সম্ভব না।

Hosting Package :